প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) বান্ধবী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভিপি নাহিদা রুনাই এবং ওকায়ামা লিমিটেডের পরিচালক শুভ্রা রানী ঘোষকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হওয়া এই দুজনকে গতকাল রবিবার জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার খান। গত ১৬ মার্চ ঢাকায় সেগুনবাগিচা এলাকা থেকে নাহিদা রুনাই এবং ২২ মার্চ বিমানবন্দর এলাকা থেকে শুভ্রা রানী ঘোষকে গ্রেপ্তার করে দুদক। দুদক সূত্র জানায়, পি কে হালদারের বান্ধবী ও অন্যতম সহযোগী নাহিদা রুনাইসহ অন্য আসামিরা পরসপর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে আনান কেমিক্যাল লিমিটেড নামের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানকে ৭০ কোটি টাকা ঋণ দেন।
বিজ্ঞাপন