হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে খুলনায় দায়ের হওয়া বিস্ফোরক মামলায় অভিযোগ (চার্জ) গঠন করা হবে আগামী ১০ অক্টোবর। খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমানের আদালত গতকাল রবিবার শুনানি শেষে অভিযোগ গঠনের এই তারিখ ধার্য করেছেন। মামুনুল হককে এর আগে গতকাল বিকেল পৌনে ১১টায় কড়া পুলিশি নিরাপত্তায় খুলনা জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে গত শুক্রবার বিকেল ৪টায় তাঁকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়।
বিজ্ঞাপন