kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

তথ্যমন্ত্রী বলেছেন

ফখরুল সাহেবের গণ-আন্দোলনের ডাক হাস্যকর

নিজস্ব প্রতিবেদক   

৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গণ-আন্দোলনের ডাককে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেবের কথায় তাঁর দলের নেতাকর্মীরাই সাড়া দেন না। তাঁর মুখে গণ-আন্দোলনের ডাক শোভা পায় না।’

তিনি গতকাল শনিবার রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ শীর্ষক সেমিনার ও প্রেস কাউন্সিল পদক প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিএনপি নেতা মির্জা ফখরুলের গণ-অভ্যুত্থানের ডাক সম্পর্কে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ফখরুল সাহেব যুবদল ও ছাত্রদলের কয়েক শ নেতাকর্মী আর কিছু টোকাই নিয়ে যে গণ-অভ্যুত্থানের ডাক দিয়েছেন, তা হাস্যকর এবং এ কথা তাঁরা গত সাড়ে ১২ বছর ধরে বলে আসছেন। আসল কথা হচ্ছে, মির্জা ফখরুল সাহেবদের কথায় এখন কর্মীরাও সাড়া দেন না।’সাতদিনের সেরা