kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

রুহুল আমিন হাওলাদারের বাসায় নিয়োগ পরীক্ষা!

বরিশাল অফিস   

৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপটুয়াখালীর দুমকির একটি মাদরাসার অধ্যক্ষ নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের বাসায়। তিনি ওই মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি। দুমকির ঝাটরা জালিশা হাসানিয়া দ্বিমুখী ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদের নিয়োগ পরীক্ষাটি গতকাল শনিবার বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরে সভাপতির বাসভবন পল্লী ভবনে নেওয়া হয়। সভাপতির বাসায় পরীক্ষা গ্রহণ করায় নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন নিয়োগপ্রত্যাশীরা।

এ ব্যাপারে মাদরাসা শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দিয়েছেন আব্দুস শাকুর নামের এক নিয়োগপ্রত্যাশী। আব্দুস শাকুর জানান, তিনি মেহেন্দীগঞ্জের সন্তোষপুর নেছারিয়া (ফাজিল) ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ পদে কর্মরত আছেন। নিজ জেলার চাকরি করার জন্য তিনি দুমকির ঝাটরা জালিশা হাসানিয়া দ্বিমুখী ফাজিল মাদরাসার অধ্যক্ষ পদে আবেদন করেছিলেন। ওই মাদরাসার শূন্য পদে অধ্যক্ষ নিয়োগের জন্য গত বছরের ৫ সেপ্টেম্বর গণমাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ সময় নিয়োগপ্রক্রিয়া শেষ না করে গত এপ্রিলে পুনর্বিজ্ঞপ্তি দেয় প্রতিষ্ঠানটি। আব্দুস শাকুর জানান, তিনি পরীক্ষায় অংশগ্রহণের চিঠি না পেয়ে ঝাটরা জালিশা হাসানিয়া দ্বিমুখী ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ (উপাধ্যক্ষ) আব্দুস বারীর সঙ্গে মুঠোফোনে কথা বলেন। ওই সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাঁকে জানিয়ে দেন, সভাপতির বাসায় ৪ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষা হবে। এলাকার লোক হিসেবে আবুল কালাম নামক একজন সভাপতিকে ম্যানেজ করেছেন। তিনি ইনভেস্ট (বিনিয়োগ) করেছেন। তাঁকে (শাকুর) পরীক্ষায় অংশগ্রহণ করতে নিরুৎসাহিত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস বারী। উল্লেখ্য, আব্দুস শাকুরের সঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষর কথাবার্তার এই অডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে।সাতদিনের সেরা