kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

ট্রেন পরিচালক দুলালের সততার অনন্য নজির

নীলফামারী প্রতিনিধি   

৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেট্রেন পরিচালক দুলালের সততার অনন্য নজির

সততার অনন্য নজির রেখে প্রশংসিত হলেন নীলফামারীর ‘চিলাহাটি আমাদের চিলাহাটি’ ফেসবুক গ্রুপের সভাপতি সাদিকুল মুরসালিন দুলাল। রেলওয়েতে চাকরির সুবাদে গত বৃহস্পতিবার ঢাকার বিমানবন্দর রেলস্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে যাত্রীর ফেলে যাওয়া ব্যাগ, ব্যাগে গচ্ছিত নগদ দেড় লাখ টাকা, চার ভরি ওজনের স্বর্ণালংকার, দুটি আই ফোন উদ্ধার করে বুঝে দেন মালিকের হাতে। সেদিন চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ওই ট্রেনের পরিচালকের (গার্ড) দায়িত্বে ছিলেন তিনি। তাঁর বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে। তাঁর কর্তব্যপরায়ণতার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হয়েছে।

দুলালের দায়িত্ববোধ নিয়ে একজন লিখেছেন, ‘কে বলেছে আমাদের সততা, নৈতিকতার অপমৃত্যু ঘটেছে; সমাজে এখনো অনেক ভালো মানুষ আছে বলে আমরা টিকে আছি। এসব মানুষের জন্য আমাদের গর্ব হয়, আমাদের গর্ব করা উচিত।’

ঘটনার বিবরণে জানা গেছে, গত বুধবার রাতে চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন। বৃহস্পতিবার সকালে ওই ট্রেন ঢাকার বিমানবন্দর স্টেশনে পৌঁছলে দুজন যাত্রী তাঁদের মূল্যবান ব্যাগ রেখে স্টেশনে নেমে যান। নেমে যাওয়ার পর ট্রেনটি কমলাপুরের উদ্দেশে ছেড়ে যায়। এরই মধ্যে ওই যাত্রীদের মনে পড়ে, ব্যাগটি তাঁরা ট্রেনে ফেলে এসেছেন। সঙ্গে সঙ্গে তাঁরা এক আত্মীয়ের মাধ্যমে রেলওয়ের কন্ট্রোল রুমে যোগাযোগ করে ঘটনাটি ওই ট্রেনের পরিচালক সাদিকুল মুরসালিন দুলালকে জানান। ট্রেনটি কমলাপুরে ঢোকার সঙ্গে সঙ্গে পরিচালক নিজ দায়িত্বে ব্যাগটি উদ্ধার করেন। ফেরার পথে বিমানবন্দর স্টেশনে ব্যাগটি যাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। তাঁরা মালপত্র বুঝে পেয়ে ট্রেনের পরিচালক দুলালকে ধন্যবাদ জানান।

যোগাযোগ করা হলে ট্রেনের পরিচালক সাদিকুল মুরসালিন দুলাল বলেন, ‘দায়িত্ব পালনকালে আমি শুধু ওই ট্রেনের পরিচালক না, সব যাত্রীর বিপদে সহযোগিতা করা আমার মানবিক দায়িত্ব। যাত্রীর ফেলে যাওয়া মূল্যবান ব্যাগ উদ্ধার করে দিয়ে আমি ওই মানবিক দায়িত্ব পালন করেছি।’

চিলাহাটি আমাদের চিলাহাটি ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম বাপ্পী বলেন, ‘ট্রেনের পরিচালক সাদিকুল মুরসালিন দুলাল আমাদের গ্রুপের সভাপতি। তাঁর নেতৃত্বে ওই গ্রুপের সহস্রাধিক সদস্য দেশ-বিদেশে ছড়িয়ে আছেন। তাঁর এমন মানবিক দায়িত্ব পালনে আমরা গর্বিত।’সাতদিনের সেরা