kalerkantho

রবিবার । ৯ মাঘ ১৪২৮। ২৩ জানুয়ারি ২০২২। ১৯ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

সিভিএফ-কপ২৬ যৌথ অনুষ্ঠানের প্রস্তাব ঢাকার

কূটনৈতিক প্রতিবেদক    

৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ২৬-এর সঙ্গে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ফোরামের (সিভিএফ) অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার লন্ডনে ৯ নম্বর ডাউনিং স্ট্রিটে কপ২৬-এর প্রেসিডেন্ট (মনোনীত) অলোক শর্মার সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই প্রস্তাব দেন। গতকাল শুক্রবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কপ২৬-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশসহ সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে জলবায়ু সহযোগিতা জোরদার করতে মন্ত্রী ওই প্রস্তাব দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সিভিএফে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

তিনি বাংলাদেশের জন্য কপ২৬ এজেন্ডা সম্পর্কে অলোক শর্মাকে অবহিত করেন। অলোক শর্মা সবুজ অর্থায়ন ও বিনিয়োগ প্রসারে সহযোগিতা এবং পরিচ্ছন্ন ও সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাজ্যের জলবায়ু উদ্যোগের জন্য বাংলাদেশকে অব্যাহত সহায়তার আশ্বাস দেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং প্রতিনিধিদলের অন্য জ্যেষ্ঠ সদস্যরা আলোচনায় অংশ নেন।সাতদিনের সেরা