kalerkantho

সোমবার । ১৪ মাঘ ১৪২৮। ১৭ জানুয়ারি ২০২২। ১৩ জমাদিউস সানি ১৪৪৩

হাসিবুর রহমান স্বপনের দাফন সম্পন্ন

শাহজাদপুর (সিরাজগঞ্জ ) প্রতিনিধি   

৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিরাজগঞ্জ-৬ আসনের তিনবারের সংসদ সদস্য (এমপি) বীর মুক্তিযোদ্ধা হাসিবুর রহমান স্বপনের দাফন সম্পন্ন হয়েছে। চুনিয়াখালীপাড়া মুখদমিয়া কবরস্থানে গতকাল শুক্রবার মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে। জানাজার আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। রাজধানীর গুলশানের আজাদ মসজিদে গতকাল সকালে হাসিবুর রহমান স্বপনের প্রথম জানাজা হয়। পরে হেলিকপ্টারে তাঁর মরদেহ শাহজাদপুরে আনা হয়। তাঁর নিজ বাড়ি দ্বাড়িয়াপুরে এবং আওয়ামী লীগ কার্যালয়ে তাঁর মরদেহ কিছু সময়ের জন্য রাখা হয়। এরপর শাহজাদপুর পাইলট হাই স্কুল মাঠে দ্বিতীয় দফা ও দরগাপাড়া হজরত মুখদম শাহদৌলা মসজিদে তৃতীয় দফা জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। হাসিবুর রহমান স্বপন শাহজাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান এবং শিল্প উপমন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তুরস্কের ইস্তাম্বুলে মেমোরিয়াল হাসপাতালে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।সাতদিনের সেরা