kalerkantho

শনিবার । ১২ অগ্রহায়ণ ১৪২৮। ২৭ নভেম্বর ২০২১। ২১ রবিউস সানি ১৪৪৩

সেতুর বিনিময়ে ঐতিহ্য হারাতে চান না কেউ

ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ ঘেঁষে সেতু নির্মাণে আপত্তি

নিয়ামুল কবীর সজল, ময়মনসিংহ   

৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেব্রহ্মপুত্র নদের ওপারের বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন কাচারীঘাট এলাকা দিয়ে নৌকায় করে ময়মনসিংহ নগরীতে আসা-যাওয়া করেন। এতে শীত-গ্রীষ্ম-বর্ষা সারা বছরই ভোগান্তি পোহাতে হয় তাদের। বর্তমানে ওপারের চরাঞ্চলটি সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ডে যুক্ত। এ ছাড়া নতুন বিভাগীয় শহরের অনেক গুরুত্বপূর্ণ দপ্তর ওই এলাকায় করার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে কাচারীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর একটি সেতু নির্মাণ এলাকাবাসীর প্রাণের দাবি। তবে বহুল প্রত্যাশিত সেতু নির্মাণের সম্ভাব্য স্থান নিয়ে আপত্তি উঠেছে।

নগরবাসী বলছেন, ৩১ নং ওয়ার্ডবাসীর নাগরিক সুবিধা বাড়ানোসহ নতুন বিভাগীয় শহরের বর্ধিতাংশের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগের জন্য সেতু নির্মাণের বিকল্প নেই। তবে ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ ঘেঁষে ব্রহ্মপুত্র নদের ওপর সেতুটি হলে নানাভাবে এর নেতিবাচক প্রভাব পড়বে। শহরের একমাত্র বিশাল সার্কিট হাউস মাঠে খেলাধুলার পরিবেশ বিঘ্নিত হবে। গাছগাছালি ঘেরা এলাকাটিতে অনেকে ঘুরতে যান। এটিও আর স্বস্তিকর থাকবে না। হারাবে নৈসর্গিক দৃশ্যও।

অবশ্য সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। সেতু নির্মাণের স্থান চূড়ান্ত হয়নি। স্থানটি ঘিরে সম্ভাব্যতা যাচাই হবে। এর পরই ফয়সালা হবে। প্রয়োজনে স্থান পরিবর্তন হতে পারে।

চরাঞ্চলের মানুষের দাবি, কাচারীঘাট এলাকায় জিরো পয়েন্টে (গোলচত্বর) সেতুটি নির্মাণ করা হোক। সংশ্লিষ্টরা জানান, তবে শহরের অংশে সেতুটি কোথায় মিশবে, তা নিয়ে প্রশ্ন আছে। জিরো পয়েন্টে সেতু নির্মাণ করতে গেলে শহরের দিকে বেশ কিছু সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙা পড়বে। এ অবস্থায় কাচারীঘাট থেকে কিছুটা পশ্চিমে সার্কিট হাউস মাঠের কোণে ক্রীড়াপল্লীর আবুল মনসুর সড়ক ছুঁয়ে সেতুটি নির্মাণের ব্যাপারে অনেকে একমত হন।

জানা গেছে, প্রশাসনসহ স্থানীয় অনেকের মতামত নিয়ে সওজ (সড়ক ও জনপথ) বিভাগও সার্কিট হাউস মাঠের পূর্ব-উত্তর অংশ ঘেঁষে সেতু নির্মাণের বিষয়টি যাচাইয়ে সিদ্ধান্ত নেয়। এখন সম্ভাব্যতা যাচাই হবে। তবে ফল নেতিবাচক হলে স্থান পরিবর্তন হবে।

জানতে চাইলে ময়মনসিংহ সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান বলেন, কাচারীঘাটসংলগ্ন নগরীর জিরো পয়েন্ট এলাকায় একটি সেতু হবে। তাঁরা এলাকাটি পরিদর্শন করেছেন। সার্কিট হাউস মাঠের পাশ ঘেঁষে সেতুটি হতে পারে বলে স্থানীয়ভাবে মতামত এসেছে। জনপ্রতিনিধিরাও সার্কিট হাউস মাঠের স্থানটি পরিদর্শন করেছেন।সাতদিনের সেরা