ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আমিনুর রহমান চৌধুরী টিকু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় তিনি রাজধানীর কলাবাগানে নিজ বাসায় ইন্তেকাল করেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
বিজ্ঞাপন
তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে কলাবাগানে প্রথম জানাজা শেষে আমিনুর রহমান চৌধুরী টিকুর মরদেহ গোপালগঞ্জ সদর থানার মানিকদাহ গ্রামে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে। আমিনুর রহমান চৌধুরী টিকুর মৃত্যুতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পৃথক শোক জানিয়েছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুম টিকুর আত্মার মাগফিরাত কামনা করেন। আমিনুর রহমান চৌধুরী টিকু ২০১৮ সালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ পান।