বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চট্টগ্রাম শাখা স্থাপনের জন্য এক একর জমি দিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্তৃপক্ষ। গতকাল বুধবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্যাবহারিক ভিত্তিতে এসংক্রান্ত দলিল হস্তান্তর করা হয়। বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন ও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন গতকাল এ বিষয়ক দলিলে সই করেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মো. মকবুল হোসেন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন