kalerkantho

রবিবার । ২৬ জুন ২০২২ । ১২ আষাঢ় ১৪২৯ । ২৫ জিলকদ ১৪৪৩

সংক্ষিপ্ত

ডেঙ্গুতে আরো তিন প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক   

২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো তিনজনের। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়াল ৪৫। এ ছাড়া বুধবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৯৫ জন। এর মধ্যে ঢাকার ২৫০ জন এবং ৪৫ জন ঢাকার বাইরের।

বিজ্ঞাপন

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি আছে এক হাজার ১৫৬ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে এক হাজার ১৫ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে আরো ১৪১ জন। এ ছাড়া চলতি বছরের শুরু থেকে গতকাল পর্যন্ত দেশে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ৬৫১ জন এবং এই সময়ের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৯ হাজার ৪৪৭ জন।সাতদিনের সেরা