kalerkantho

মঙ্গলবার । ২৯ নভেম্বর ২০২২ । ১৪ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

শিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্ম অনলাইন নিলামে

নিজস্ব প্রতিবেদক   

৩০ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশিল্পী শাহাবুদ্দিনের চিত্রকর্ম অনলাইন নিলামে

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের অনলাইন নিলাম শুরু হলো বাংলাদেশি আন্তর্জাতিক অনলাইন নিলাম প্ল্যাটফর্ম ‘সওদা’য়। শিল্পীর চারটি চিত্রকর্ম নিয়ে এই বিশেষ নিলাম চলবে সেপ্টেম্বর মাসজুড়ে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে শাহাবুদ্দিনের চিত্রকর্ম নিলামের মাধ্যমে কিনতে পারবেন।

গতকাল রবিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় অনুষ্ঠিত এক ওয়েবিনারের মাধ্যমে এই নিলাম শুরু হয়।

বিজ্ঞাপন

এই ওয়েবিনারে যুক্ত হয়ে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ সওদার নতুন এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, ‘পৃথিবীতে ধৈর্যশীল মানুষের সংখ্যা খুব বেশি নয়। নতুন এ উদ্যোগের মাধ্যমে শিল্পকে বিশ্ব দরবারে পরিচিত করে তুলতে হলে ধৈর্য সহকারে এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে যেতে হবে। ’

সওদার প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারিয়া স্বপন জানান, ‘বিভিন্ন পণ্যের নিলামের জন্য সওদার পরীক্ষামূলক ধাপ পার হয়ে এখন আন্তর্জাতিক পরিসরে অকশনের আয়োজন করতে যাচ্ছি। শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের মাধ্যমে সেই যাত্রা শুরু হলো। সামনে আরো নতুন কিছু নিয়ে হাজির হবে সওদা। ’

এ সময় আরো যুক্ত ছিলেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, অভিনেতা শিল্পী আফজাল হোসেন, শিল্প সমালোচক মইনুদ্দীন খালেদ এবং আর্ট এজেন্সি আর্টকনের ফাউন্ডার এ আর কে রিপন। চিত্রকর্ম দেখতে ও নিলামে অংশ নেওয়া যাবে https://sowda.com/ এই ওয়েবসাইটে।সাতদিনের সেরা