kalerkantho

রবিবার । ১ কার্তিক ১৪২৮। ১৭ অক্টোবর ২০২১। ৯ রবিউল আউয়াল ১৪৪৩

আশুলিয়ায় ড্রামের ভেতর বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার   

২৯ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকার আশুলিয়ায় একটি বহুতল ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার ইদ্রিস কাজীর ভবনের তিনতলার ১৭ নম্বর কক্ষের শৌচাগারে রাখা ড্রামের ভেতর থেকে বস্তাবন্দি গলিত লাশটি উদ্ধার করা হয়। নিহতের মরদেহ গলে যাওয়ায় তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাড়িটির ভাড়াটিয়াদের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় সাত থেকে আট মাস আগে বাড়িটির ওই কক্ষটি ভাড়া নিয়ে নোয়াখালীর আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বসবাস করে আসছিলেন। কিন্তু প্রায় ২০ দিন ধরে ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় বাড়ির অন্য ভাড়াটিয়ারা। কক্ষটি থেকে দুর্গন্ধ বের হলে বাড়িওয়ালাকে খবর দেওয়া হয়। পরে বাড়ির মালিক এসে তালা ভেঙে ঘরে ড্রামের ভেতর গলিত মরদেহ দেখে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আনোয়ারের কোনো খোঁজ পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। ফলে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। আশুলিয়া থানার এসআই কাজী নাসের জানান, নিহতের মরদেহ গলে কঙ্কাল হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সাতদিনের সেরা