জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার পঞ্চম চালান আজ শনিবার ঢাকায় পৌঁছবে। জাপানে বাংলাদেশ দূতাবাস জানায়, অল নিপ্পন এয়ারলাইনসের একটি ফ্লাইটযোগে গতকাল ওই চালান রওনা হয়েছে। এই চালানে জাপানে তৈরি অ্যাস্ট্রাজেনেকার ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা আছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা-কোভ্যাক্স কাঠামোর আওতায় ওই টিকা ঢাকায় পৌঁছার মধ্য দিয়ে বাংলাদেশে জাপানের টিকা সহায়তার পরিমাণ ৩০ লাখ ছাড়িয়ে যাবে।
বিজ্ঞাপন
নারিতা বিমানবন্দর থেকে গতকাল ওই টিকার চালান বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরুর সময় সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দীন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রতি অব্যাহত সহযোগিতার জন্য দূতাবাস জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র থেকেও টিকা আসছে : এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, এ সপ্তাহেই যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা আসছে। বিভিন্ন উৎস থেকে নিয়মিত টিকা পাচ্ছে বাংলাদেশ।
জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে টিকার একটি চালান আগামী সোমবারের মধ্যে ঢাকায় পৌঁছার কথা রয়েছে।
মেয়াদ শেষ হয়ে যাওয়ায় জার্মানি টিকা ফেলে দিচ্ছে—এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ধনী দেশগুলো সব টিকা নিয়ে বসে আছে। ব্যবহারও করতে পারে না। ফেলে দিচ্ছে। এটি কী ধরনের নৈতিক মূল্যবোধ?’
ড. মোমেন সাংবাদিকদের বলেন, ‘আপনারা তাদের (পশ্চিমাদের) কথায় হৈচৈ করেন। তারা মানবাধিকারের কথা বলে। এটি মানবাধিকারের লঙ্ঘন নয়? লোক পাচ্ছে না আর তারা ফেলে দিচ্ছে। ’
টিকাকে ‘মানুষের সম্পদ’ হিসেবে গণ্য করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাইডেন সাহেব (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন) মুখে বলেছেন। আর কাজে অন্য রকম। সব ইউরোপীয় দেশ এক সুরে টিকা পাওয়ার (টিকার পেটেন্ট উন্মুক্ত করার) বিরুদ্ধে। ’
ইউরোপীয় দেশগুলো বাংলাদেশকে টিকা দেয়নি কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা কিছু দিয়েছে, কিন্তু খুব সামান্য। তারা সারা দিন উপদেশ দিয়ে বেড়ায়। এখন টিকার ক্ষেত্রেও তাদের দায়িত্বশীল হওয়া উচিত। ’