kalerkantho

সোমবার ।  ২৩ মে ২০২২ । ৯ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২১ শাওয়াল ১৪৪৩  

সংক্ষিপ্ত

সাবেক এমপি মিজানুল হক মারা গেছেন

কিশোরগঞ্জ প্রতিনিধি   

২৮ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসাবেক এমপি মিজানুল হক মারা গেছেন

কিশোরগঞ্জ-৩ (সাবেক কিশোরগঞ্জ-৪) আসনের টানা দুইবারের সংসদ সদস্য (এমপি) ড. মিজানুল হক (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সন্ধ্যায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করোনায় আক্রান্ত হয়ে মিজানুল হক গত ২৮ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনামুক্ত হয়ে তিনি বাড়ি ফিরে যান।

বিজ্ঞাপন

পরে শারীরিক অবস্থার অবনতি হলে ২০ আগস্ট আবারও হাসপাতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন।   মিজানুল হকের গ্রামের বাড়ি জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের রামনগর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে সেখানেই বসবাস করছিলেন। ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন কিশোরগঞ্জ-৪ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তিনি।সাতদিনের সেরা