kalerkantho

সোমবার ।  ২৩ মে ২০২২ । ৯ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২১ শাওয়াল ১৪৪৩  

শনাক্তের হার আরো কমেছে

নিজস্ব প্রতিবেদক   

২৮ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেশনাক্তের হার আরো কমেছে

করোনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার আরো কমেছে। তবে মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ১১৭ জন মারা গেছে। আগের দিন মৃত্যু হয় ১০২ জনের।

বিজ্ঞাপন

এ পর্যন্ত মোট মারা গেছে ২৫ হাজার ৮৪৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে তিন হাজার ৫২৫ জন। আগের দিন এই সংখ্যা ছিল চার হাজার ৬৯৮ জন। এক দিনের মাথায় শনাক্ত কমেছে হাজারের বেশি। এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছে ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২.৭৮ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টার হিসাবে সুস্থ হয়েছে ছয় হাজার ৪৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৪ লাখ চার হাজার ৩৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১৭ জনের মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৬১ জন। যাদের বয়স ১০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের তিনজন, ৩১ থেকে ৪০ বছরের ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের ১৯ জন, ৬১ থেকে ৭০ বছরের ৩৮ জন, ৭১ থেকে ৮০ বছরের ১৬ জন, ৮১ থেকে ৯০ বছরের ১১ জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন। এদিকে বিভাগ হিসাবে সর্বোচ্চ মৃত্যু যথারীতি ঢাকা বিভাগে ৪০ জন।সাতদিনের সেরা