করোনায় মানুষের মৃত্যুর সংখ্যা নিয়ে সরকার মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এরা (সরকার) যখন মনে করে দেশে আন্দোলনের সম্ভাবনা, তখন মৃত্যু-আক্রান্তের সংখ্যা বেশি দেখায়। আর অন্য সময় নিজেদের দরকারে কমিয়ে দেয়। ’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে ‘ভাত, ভোট ও কথা বলার অধিকারের দাবি’ শীর্ষক এক মানববন্ধনে মান্না এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘মানুষের মৃত্যুর হিসাব নিয়ে যারা এ রকম মিথ্যাচার করে, তাদের বিশ্বাস করার কোনো কারণ নেই। আমাদের সরাসরি কথা, আপনাদের আমরা বিশ্বাস করি না। মেহেরবানি করে মাফ করে দেন। ক্ষমতা ছেড়ে চলে যান। ’ একটা নিরপেক্ষ সরকার দিয়ে তার অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং মোফাজ্জল হোসেন হৃদয়ের পরিচালনায় মানববন্ধনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এলডিপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এম এ বাশার প্রমুখ বক্তব্য দেন।