ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮৪ জন ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায়ই রয়েছে ১৬৯ জন ও ঢাকার বাইরে ১৫ জন। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা মোট ৯ হাজার ৩০৪ জন।
বিজ্ঞাপন