kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

হাইকোর্টের বিচারপতি আমির হোসেনের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক   

২৫ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহাইকোর্টের বিচারপতি আমির হোসেনের ইন্তেকাল

হাইকোর্ট বিভাগের বিচারপতি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক আমির হোসেন (৬৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যু হয় তাঁর। গতকাল দুপুরে সুপ্রিম কোর্টে জানাজা শেষে কিশোরগঞ্জের নিকলীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিকে বিচারপতি আমির হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল সুপ্রিম কোর্ট বসেনি। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল সকালে আপিল বিভাগে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, ‘একজন সিটিং বিচারপতি মারা গেলে সুপ্রিম কোর্ট বন্ধ রাখা হয়; এটা আমাদের প্রথা।’ বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, আইনমন্ত্রী আনিসুল হক, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, আইন বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার শোক প্রকাশ করেছেন। বিচারপতি আমির হোসেন ১৯৫৭ সালের ৩০ নভেম্বর কিশোরগঞ্জের নিকলীতে জন্মগ্রহণ করেন। অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ছিলেন। ডাকসুর সদস্যও ছিলেন তিনি। ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি মুন্সেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে চাকরিজীবন শুরু হয় তাঁর।সাতদিনের সেরা