kalerkantho

বৃহস্পতিবার । ৬ মাঘ ১৪২৮। ২০ জানুয়ারি ২০২২। ১৬ জমাদিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

টিকটকে জাতীয় সংগীত অবমাননা আটক ৫

নিজস্ব প্রতিবেদক, বগুড়া   

২৫ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় সংগীত অবমাননা করে টিকটক ভিডিও তৈরির অভিযোগে বগুড়ায় পাঁচজনকে আটক করেছে সদর থানা পুলিশ। গত সোমবার রাতে বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটকৃতরা হলেন মিশকাত হোসেন, নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন ও আরিফ আলী। পুলিশ জানায়, এই পাঁচজন বগুড়া শহরের মালতীনগর স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভিডিওটি ধারণ করেন। তাঁরা জাতীয় সংগীত ব্যঙ্গ করে বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে ভিডিও ধারণ করে টিকটকে ছেড়ে দেন। সেটি নজরে আসে বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের। এরপর ভিডিওটি বগুড়া সদর থানার ওসি সেলিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্ট যুবকদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়। বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা পাওয়ার পর ওই পাঁচজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সাতদিনের সেরা