kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

করোনামুক্ত হওয়ার পর মৃত্যু ডা. সন্দ্বীপনের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

১৭ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রায় ১৪ মাস আগে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. সন্দ্বীপন দাশ (৫১) মারা গেছেন। বিশেযজ্ঞ এই চিকিৎসক সম্প্রতি করোনার বিভিন্ন উপসর্গে ভোগেন। শারীরিক দুর্বলতা নিয়ে গত রবিবার দুপুরে নগরের বেসরকারি একটি হাসপাতালে ভর্তির পর তাঁর কিডনির সমস্যা দেখা দেয়। পরে সন্ধ্যায় তাঁকে আরেকটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল সোমবার বিকেলে তিনি মারা যান। তাঁর এই মৃত্যুতে চট্টগ্রামে চিকিৎসকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী গতকাল রাতে কালের কণ্ঠকে বলেন, গত বছরের জুনে করোনায় আক্রান্ত হলে মুমূর্ষু অবস্থায় ডা. সন্দ্বীপন দাশকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।সাতদিনের সেরা