kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান

দক্ষিণ সুদানে ট্রাফিকব্যবস্থা উন্নয়নে পুলিশ বক্স হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক   

১২ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আনমিসে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৪) সম্প্রতি সে দেশের ট্রাফিক পুলিশকে পাঁচটি পুলিশ বক্স  হস্তান্তর করে। জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ব্যানব্যাট-৪-এর নিজস্ব অর্থায়নে নির্মিত এই পুলিশ বক্সগুলো পশ্চিম বাহর আল গজল রাজ্যের ট্রাফিক পুলিশ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গারমিয়ার মেকারের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে পশ্চিম বাহর আল গজল রাজ্যের পুলিশ কমিশনার মেজর জেনারেল সামুয়াল আজং, আনমিসের সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিশো হ্যাগস সিয়োম, ইউএনপিওএলের প্রধান সমন্বয়ক এম এস উমামা, জনকল্যাণমূলক কার্যক্রমের অফিসার, পিআরও এবং ব্যানব্যাট-৪-এর কন্টিনজেন্ট কমান্ডার কর্নেল সেলিম আল আজাদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা