kalerkantho

বৃহস্পতিবার । ১৭ অগ্রহায়ণ ১৪২৮। ২ ডিসেম্বর ২০২১। ২৬ রবিউস সানি ১৪৪৩

সালাম ভুঁইয়া বীরপ্রতীক আর নেই

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১২ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুক্তিযুদ্ধের সময় কামালপুরে মেজর তাহেরের নির্দেশে উল্কা ও ইউরেকা নামের দুটি আত্মঘাতী দল গঠন করা হয়। সেই উল্কার দায়িত্বে ছিলেন গাজী আব্দুস সালাম ভুঁইয়া বীরপ্রতীক (৮৩)। তিনি গতকাল বুধবার বিকেলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

মুক্তিযোদ্ধা সালাম ভুঁইয়ার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরের চারআনি পাড়া মহল্লায়। তিনি ১১ নম্বর সেক্টর কমান্ডের কম্পানি কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বেশ কয়েকবারের নির্বাচিত কমান্ডার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি ও সদস্য ছাড়াও একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, সালাম ভুঁইয়া বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতেই ছিলেন। গত ৪ জুলাই সকালে তিনি অচেতন হয়ে পড়েন। সন্ধ্যার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে ময়মনসিংহ সিএমএইচ ও পরে ঢাকার সিএমএইচে পাঠানো হয়।সাতদিনের সেরা