kalerkantho

মঙ্গলবার । ৩ কার্তিক ১৪২৮। ১৯ অক্টোবর ২০২১। ১১ রবিউল আউয়াল ১৪৪৩

নারায়ণগঞ্জে করোনা হেল্প সেন্টার খুলল বিএনপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৮ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনারায়ণগঞ্জে করোনা হেল্প সেন্টার খুলেছে বিএনপি। গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের মাসদাইর এলাকায় মজলুম মিলনায়তনে এই হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারের মন্ত্রী বলে বেড়ান করোনাকালে বিএনপি কাজ করছে না। বিএনপি কাজ করছে কি করছে না সেটা নারায়ণগঞ্জেই প্রমাণ পাওয়া যায়। আপনারা জানেন যে নারায়ণগঞ্জে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের ছোট ভাই মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খোরশেদ কী করেছেন। মানুষের সেবায় কিভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর সেবা কার্যক্রম বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছে। তাঁকে করোনা হিরো উপাধি দেওয়া হয়েছে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান টুকু প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের উপস্থিতিতে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, অধ্যাপক মামুন মাহমুদ, হেল্প সেন্টার উপকমিটির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল প্রমুখ।সাতদিনের সেরা