kalerkantho

সোমবার ।  ২৩ মে ২০২২ । ৯ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২১ শাওয়াল ১৪৪৩  

পঙ্কজ ভট্টাচার্যের জন্মবার্ষিকীতে অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক   

৭ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশের প্রবীণ রাজনীতিক, ষাটের দশকের স্বৈরশাসকবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যকে ৮২তম জন্মদিন উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন রাজনৈতিক সহকর্মী ও বিশিষ্টজনরা। গতকাল শুক্রবার সকালে সম্মিলিত সামাজিক আন্দোলনের কার্যালয়ে এক ভার্চুয়ালসভা সংগঠনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. সারওয়ার আলী, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, জয়ন্তী রায়, ড. সৈয়দ আব্দুল্লা আল মামুন চৌধুরী এবং সাম্প্রদায়িকতা জঙ্গিবাদবিরোধী মঞ্চের সদস্যসচিব অধ্যাপক ডা. নূর মোহাম্মদ তালুকদার। ভার্চুয়াল আলোচনায় শুভেচ্ছাবিনিময় ও কৃতজ্ঞতা প্রকাশ করেন পঙ্কজ ভট্টাচার্য।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমার ক্ষুদ্র জীবনে বৈষম্য-বঞ্চনা, নীতিহীনতার সঙ্গে আপস করিনি। এখনো মনে করি অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে দেশের সব শ্রমিক, কৃষক, প্রগতিশীল ধারার ব্যক্তি ও সংগঠনের দৃঢ় অবস্থান নিতে হবে। ’সাতদিনের সেরা