kalerkantho

সোমবার ।  ২৩ মে ২০২২ । ৯ জ্যৈষ্ঠ ১৪২৯ । ২১ শাওয়াল ১৪৪৩  

কাশিমপুর কারাগারের জেল সুপারসহ তিনজন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

৭ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের এক জেল সুপার, এক জেলারসহ তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা হলেন কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন, কারাগার-১-এর জেলার রিতেশ চাকমা ও কারাগার-২-এর কারারক্ষী মো. হাবিবুর রহমান। তাঁদের মধ্যে হালিমা খাতুন হাসপাতালে এবং অন্যরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আবদুল জলিল জানান, উপসর্গ নিয়ে গত মঙ্গলবার নমুনা দেন জেল সুপার হালিমা।

বিজ্ঞাপন

ওই দিনই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। অবস্থার অবনতি হলে গত বুধবার তাঁকে গাজীপুরের শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া করোনা পজিটিভ হওয়ায় গত ২ আগস্ট থেকে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন হাবিবুর রহমান।সাতদিনের সেরা