আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘১৫ আগস্ট উপলক্ষে শুধু শোক পালন করলেই চলবে না; বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ’ জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শুক্রবার আখাউড়ায় আয়োজিত এক সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। সভায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, যতই সময় লাগুক না কেন, বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে।
বিজ্ঞাপন