kalerkantho

রবিবার । ১৩ অগ্রহায়ণ ১৪২৮। ২৮ নভেম্বর ২০২১। ২২ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

সুইডেনে শেখ কামালের জন্মদিন পালন

স্ক্যান্ডিনেভিয়া প্রতিনিধি   

৭ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসুইডেনে শেখ কামালের জন্মদিন পালন

সুইডেনের স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে গত বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালিত হয়েছে। ওই দিন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী ছিল। শেখ কামালের জন্মদিন উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম বক্তব্যের সূচনায় জাতির জনক বঙ্গবন্ধু, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এবং বঙ্গবন্ধুর পরিবারের সব শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে শেখ কামালের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ‘শেখ কামাল—এক কিংবদন্তির কথা’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর উন্মুক্ত আলোচনা শুরু হয়। আলোচনাসভায় রাষ্ট্রদূত বলেন, ‘দেশের সমাজভাবনায় শেখ কামাল মাত্র ২৬ বছরের জীবনে বাঙালির সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে এক বিরল প্রতিভাবান সংগঠক ও উদ্যোক্তা ছিলেন। তিনি এ দেশের তরুণ প্রজন্মের জন্য আজীবন অনুকরণীয়।’ এ ছাড়া বক্তারা দেশের ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন এবং মহান মুক্তিযুদ্ধে শেখ কামালের অবদানকে স্মরণ করেন।সাতদিনের সেরা