kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা বন্ধ আজ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি   

৭ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দেড় ঘণ্টা বন্ধ থাকবে আজ শনিবার। সীতাকুণ্ডে মহাসড়কের টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের সামনে স্টিল ফুট ওভারব্রিজ নির্মাণকাজের জন্য সকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। দীর্ঘ সময় মহাসড়ক বন্ধ থাকলে ঢাকা ও চট্টগ্রাম অভিমুখে বিশাল যানজট সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মহাসড়কের দুই পাশ একসঙ্গে বন্ধ না করার আহ্বান জানিয়েছেন। সূত্র জানায়, ফুট ওভারব্রিজটির নির্মাণকাজ করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। কাজ মোটামুটি শেষ হলেও ডেক বিম স্থাপনের কাজ এখনো বাকি রয়েছে। এটি মহাসড়কের ওপরে স্থাপন করতে হবে। কিন্তু কাজের সময় ডেক বিমের নিচ দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ। সে কারণে এ সময়ে যান চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছে। এ জন্য যাত্রী ও অন্যদের কাছে দুঃখ প্রকাশ করেছে সওজ। মহাসড়কের কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক হোসেন বলেন, ‘মহাসড়ক অল্প সময় বন্ধ থাকলেই যানজট কয়েক কিলোমিটার ছড়িয়ে পড়ে। দেড় ঘণ্টা বন্ধ থাকলে যানজট অনেক দূর ছড়াতে পারে। কিন্তু শুক্রবার চট্টগ্রাম বন্দর বন্ধ থাকায় শনিবার সকালে পণ্যবাহী গাড়ির সংখ্যা কম থাকবে। লকডাউনের কারণে দূরপাল্লার গাড়িও কম। এসব কারণে আমরা আশা করছি, বড় ধরনের যানজট এড়ানো যাবে।’ সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, সড়কের এক পাশ খোলা রেখে কাজ চালিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সেটা সম্ভব নাও হতে পারে।সাতদিনের সেরা