গ্রামের মানুষের মধ্যে করোনা সতর্কতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গার কালের কণ্ঠ শুভসংঘ। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। ওই দিন বিকেলে সদর উপজেলার মোমিনপুর রেলস্টেশন ও নীলমনিগঞ্জ বাজারে এবং গতকাল শুক্রবার সকালে বোয়ালমারী প্রধান সড়কে মাস্ক ও লিফলেট বিতরণ করেন শুভসংঘের চুয়াডাঙ্গা জেলা শাখার বন্ধুরা। শুভসংঘের চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সভাপতি বদর উদ্দিন জানান, গ্রামাঞ্চলের মানুষের মধ্যে এখনো মাস্ক পরার অনীহা আছে।
বিজ্ঞাপন