kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

করোনায় প্রবৃদ্ধি কমে ৩.৫১ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅবশেষে ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ২০১৯-২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে হয়েছে ৩.৫১ শতাংশ। ২০১৮-১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৮.১৫ শতাংশ। করোনাভাইরাস সংকটে এক বছরেই প্রবৃদ্ধি কমেছে প্রায় ৫ শতাংশ। ২০১৭-১৮ অর্থবছরে প্রবৃদ্ধি ছিল ৭.৮৬ শতাংশ।

মূলত এক দশক ধরে জিডিপি প্রবৃদ্ধিতে ধারাবাহিকভাবে সেবা ও কৃষি খাতের অবদান কমছে। গত এক দশকে জিডিপিতে কৃষি খাতের অবদান কমেছে প্রায় ৫ শতাংশ। আর সেবা খাতের অবদান কমেছে প্রায় ৪ শতাংশ। জিডিপিতে বেড়েছে শিল্প খাতের অবদান, প্রায় ৮ শতাংশ। তবে এবারের চিত্র ভিন্ন; কৃষি খাতের অবদান প্রবৃদ্ধিতে বেড়েছে, কমেছে সেবা ও শিল্প খাতের অবদান।

গতকাল বৃহস্পতিবার বিবিএসের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিএস মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আমরা ২০১৯-২০ অর্থবছরের প্রবৃদ্ধির হার প্রকাশ করেছি। প্রবৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৩.৫১ শতাংশ। আমরা সবাই জানি, সব খাতেই করোনার নেতিবাচক প্রভাব পড়েছে।’ বিবিএস প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, চূড়ান্তভাবে ২০১৯-২০ অর্থবছরে কৃষি খাতে ৯.৭৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, গত অর্থবছরে যা ছিল ৯.৫৭ শতাংশ। ফলে করোনা সংকটেও অর্থনীতির চাকা সচল ছিল কৃষি খাতে। করোনা সংকটের মধ্যে দেশকে মূলত বাঁচিয়ে রেখেছিল কৃষি খাত। তবে ২০১৭-১৮ অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছিল ১১.০২ শতাংশ। খাদ্যশস্য, প্রাণিজ ও বনজ সম্পদ আহরণ ঠিক ছিল করোনা সংকটেও। কৃষির উপখাত মেস্য প্রবৃদ্ধি হয়েছে ১১.৮৭ শতাংশ। শিল্প খাতে প্রবৃদ্ধির ধস দেখা গেছে। ২০১৯-২০ অর্থবছরে এই খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৭.৩৫ শতাংশ, গত অর্থবছরে যা ছিল ১৭.৩৮ শতাংশ। ফলে বিবিএস প্রতিবেদনে উঠে এসেছে, করোনার বড় ধাক্কা লেগেছে শিল্প খাতে।

সেবা খাতেও বড় ধাক্কা লেগেছে প্রবৃদ্ধিতে। এই খাতে প্রবৃদ্ধি কমে হয়েছে ৮.৮৭ শতাংশ, যা ২০১৮-১৯ অর্থবছরে ছিল ১২.৭৪ শতাংশ।সাতদিনের সেরা