kalerkantho

শুক্রবার । ৬ কার্তিক ১৪২৮। ২২ অক্টোবর ২০২১। ১৪ রবিউল আউয়াল ১৪৪৩

বিপজ্জনক হয়ে উঠছে ডেঙ্গু

মোট মৃতের বেশির ভাগই শিশু

নিজস্ব প্রতিবেদক   

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গুর প্রকোপ রীতিমতো বেড়েই চলছে। এতে বাড়ছে মৃত্যুও। সরকারি হিসাবেই ১০ জনের মৃত্যুর তথ্য জমা হয়েছে আইইডিসিআরের কাছে। এর মধ্যে বেশির ভাগ শিশু বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১৮ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ২০৮ জন এবং ঢাকার বাইরে ১০ জন। সব মিলিয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল এক হাজার ৫৫ জন। তাদের মধ্যে এক হাজার ১২ জন ঢাকায়, বাকি ৪৩ জন অন্যান্য বিভাগে।

এদিকে চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে তিন হাজার ৯০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৮৩৬ জন। 

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্নতা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত বুধবার অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এক বুলেটিনে জানান, এডিসবাহিত ডেঙ্গু এ বছর আবার অত্যন্ত আশঙ্কাজনক রূপ নিয়েছে। ২০১৯ সালে দেশে ডেঙ্গুর মহামারি ঘটেছিল। তাই এবার সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।সাতদিনের সেরা