kalerkantho

রবিবার । ২০ অগ্রহায়ণ ১৪২৮। ৫ ডিসেম্বর ২০২১। ২৯ রবিউস সানি ১৪৪৩

সংক্ষিপ্ত

সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে শেখ কামালের অবদান অবিস্মরণীয়

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, শেখ কামাল সংস্কৃতি ও ক্রীড়ানুরাগী ছিলেন। সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে বাঙালি জাতির কাছে। শেখ কামাল ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ও আবাহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা। জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সকালে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের কলঙ্কজনক অধ্যায় পঁচাত্তরের ১৫ই আগস্ট কালরাতে যখন খুনিরা বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়ি আক্রমণ করে তখন সর্বপ্রথম শেখ কামাল তাদের বাধা দেন এবং প্রতিহত করার চেষ্টা করেন। তিনি সর্বপ্রথম হত্যার শিকার হন। জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণের শুরুতে শেখ কামালের অবদান স্মরণীয় হয়ে থাকবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ প্রমুখ।সাতদিনের সেরা