kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

দলীয় কর্মসূচিতে স্লোগান ওসির ভিডিও ভাইরাল

শরীয়তপুর প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশরীয়তপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে স্লোগান দিয়েছেন সদরের পালং মডেল থানার ওসি আক্তার হোসেন। ওই স্লোগানের ২৭ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত বুধবার রাত ১২টা ১ মিনিটে বঙ্গবন্ধুপুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্বালন ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে স্লোগান দেন ওসি আক্তার।

স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করে সদর উপজেলা আওয়ামী লীগ। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে আয়োজিত ওই অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বালন; বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে যোগ দেন পালং মডেল থানার ওসি আক্তার হোসেন। সেখানে তিনি দলীয় স্লোগান দেন, পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।সাতদিনের সেরা