kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

তুরাগে ডুবে দুই কিশোরের মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি   

৬ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের টঙ্গীর তুরাগ নদে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ভাদাম এলাকায় গতকাল ফায়ার সার্ভিসের ডুবুরিদল গতকাল বৃহস্পতিবার তাদের মরদহে উদ্ধার করে। বুধবার দেওড়া এলাকায় নদে গোসল করতে নামে ওই দুই কিশোর। নিহত দুই কিশোর হলো দেওড়া এলাকার হাসান মিয়ার ছেলে হাসনাত (১২) ও ওমর আলীর ছেলে তামজিদ (১০)। হাসনাত ষষ্ঠ শ্রেণির ছাত্র ও তামজিদ মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র। স্বজনরা জানায়, বুধবার দুপুরে বাড়ি থেকে গোসল করতে যায় দুজন। পরে আর ফেরেনি তারা। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পাওয়ায় পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরিরা এসে এক ঘণ্টার চেষ্টায় মরদেহ উদ্ধার করেন। মরদেহ দুইটি স্বজনদের কাছে বুঝিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস।সাতদিনের সেরা