kalerkantho

বৃহস্পতিবার  । ২৪ অগ্রহায়ণ ১৪২৮। ৯ ডিসেম্বর ২০২১। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৩

রূপগঞ্জে কারখানায় আগুন

৪৫ লাশের পরিচয় শনাক্ত এ সপ্তাহেই তদন্ত প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক   

৩ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪৫ জনের পরিচয় ফরেনসিক ল্যাবরেটরিতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে পেরেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এখনো তিনজনের পরিচয় শনাক্ত বাকি আছে। চলতি সপ্তাহেই কাজ শেষে জেলা প্রশাসনের মাধ্যমে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে এ আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির কাজ এখন শেষ পর্যায়। চলতি সপ্তাহেই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, ‘পুড়ে মারা যাওয়া ৪৫ জনের লাশ শনাক্ত করা গেছে। পূর্ণাঙ্গ দেহাবশেষের বাকি তিনজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। ৪৫ জনের মধ্যে ৩০ জন নারী এবং ১৫ জন পুরুষের মরদেহ রয়েছে। আমরা ডিএনএ টেস্টের জন্য দুই ধরনের নমুনা সংগ্রহ করেছিলাম।’

 সাতদিনের সেরা