kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

করোনার ১৬ হাজার শয্যা বসানো হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি   

৩ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনার ১৬ হাজার শয্যা বসানো হয়েছে

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, গত দেড় বছরে দেশে ১০০টি সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করা হয়েছে। ৬৫০টি ল্যাবে প্রতিদিন ৫০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। ১৬ হাজার করোনা বেড স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নবনির্মিত শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের বহির্বিভাগ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ঢাকা থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন তিনি। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে স্মরণ করে জাহিদ মালেক বলেন, ‘তিনি শুধু জাতীয় নেতার সন্তান ছিলেন না। তিনি আমার বড় ভাইয়ের মতো ছিলেন। আমাদের অনেক কিছু শিখিয়েছেন। তাঁর হাতে গড়া এই প্রতিষ্ঠানটিতে মানুষ যাতে সঠিক চিকিৎসা পায়, সে লক্ষ্যেই আমরা কাজ করব।’ সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে সচিবালয় প্রান্ত থেকে বক্তব্য দেন সিনিয়র সচিব (স্বাস্থ্যসেবা) লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্যশিক্ষা ও পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নূর, অতিরিক্ত সচিব সাইদুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খোরশেদ আলম প্রমুখ। সিরাজগঞ্জ প্রান্তে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আমিরুল হোসেন চৌধুরী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এম হোসেন আলী হাসান প্রমুখ।সাতদিনের সেরা