kalerkantho

শনিবার । ৩১ আশ্বিন ১৪২৮। ১৬ অক্টোবর ২০২১। ৮ রবিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

জলপাইগুড়ি থেকে পণ্যবাহী ট্রেন আজ চিলাহাটি আসছে

ডোমার (নীলফামারী) প্রতিনিধি   

১ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেউদ্বোধনের সাড়ে সাত মাস পর ভারতের জলপাইগুড়ি থেকে নিয়মিত পণ্যবাহী ট্রেন আজ রবিবার নীলফামারীর চিলাহাটি স্টেশনে আসছে। এ উপলক্ষে ভারতীয় রেলওয়ের দুটি ইঞ্জিন ট্রায়াল করেছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে চিলাহাটি স্টেশন পর্যন্ত। গত বৃহস্পতিবার সকাল ১০টা ১০ মিনিটে ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে হলদিবাড়ী রেলপথ হয়ে নীলফামারীর চিলাহাটি স্টেশনে এসে পৌঁছায় দুপুর ১২টা ৩৮ মিনিটে। ভারতীয় রেলওয়ের ট্রায়াল ইঞ্জিন দুটি চিলাহাটি স্টেশনে পৌঁছালে ইঞ্জিন দুটির চালক, গার্ড ও পরিচালকসহ ১২ জনের প্রতিনিধিদলকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল) ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সুলতান মৃধা ও চিলাহাটি স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম। এ সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ইমিগ্রেশন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ৫৮ মিনিটে চিলাহাটি স্টেশন থেকে ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশে ছেড়ে যায় ভারতীয় ইঞ্জিন দুটি। ভারতীয় রেলওয়ের জ্যেষ্ঠ গুডস গার্ড মুকেশ কুমার সিং বলেন, ‘রবিবার থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে পণ্য নিয়ে বাংলাদেশের চিলাহাটি স্টেশনে আসবে ভারতের পণ্যবাহী ট্রেন। ৩০টি রেল ওয়াগনে পাথর ও গম নিয়ে পণ্যবাহী ট্রেনটি চিলাহাটি আসার কথা রয়েছে।’সাতদিনের সেরা