kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

বাইরের কিছু গণমাধ্যম অসত্য সংবাদ দেয়

নিজস্ব প্রতিবেদক   

১ আগস্ট, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাইরের কিছু গণমাধ্যম অসত্য সংবাদ দেয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কিছু বিদেশি গণমাধ্যম দেশ ও সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য সংবাদ প্রকাশ করছে। গতকাল রংপুরে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মধ্যে অনুদান বিতরণের অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ঢাকায় নিজের সরকারি বাসভবন থেকে অনলাইনে এই অনুষ্ঠানে যুক্ত হন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বিদেশ থেকে কিছু অনলাইন পোর্টাল পরিচালিত হয়, যেগুলো ধারাবাহিকভাবে দেশের বিরুদ্ধে বিষোদগার করে, অপপ্রচার চালায়, গুজবও রটায়। কিছু বিদেশি নামকরা গণমাধ্যমকেও আমরা দেখতে পাই, তারা দেশ ও সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অসত্য প্রতিবেদন প্রকাশ করে।’ বিদেশি গণমাধ্যমের কিছু অনুষ্ঠান, বিশেষত ‘ফোন ইন’ অনুষ্ঠানের কথা উল্লেখ করে ড. হাছান বলেন, ‘আগে থেকে পরিকল্পনা করে তারা এমন ব্যক্তিদের মাধ্যমে ফোন কল আনে, যাতে তারা সরকারের বিরুদ্ধে বলে।’ রংপুর জেলা প্রশাসন ও প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ, রংপুরের ডেপুটি কমিশনার আসিফ আহসান, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।সাতদিনের সেরা