kalerkantho

মঙ্গলবার । ১০ কার্তিক ১৪২৮। ২৬ অক্টোবর ২০২১। ১৮ রবিউল আউয়াল ১৪৪৩

সুইডেনে বাংলাদেশ দূতাবাসে আগস্ট ঘিরে নানা কর্মসূচি

স্ক্যান্ডিনেভিয়া প্রতিনিধি   

৩১ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুজিববর্ষ উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে সুইডেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গত বৃহস্পতিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুর কর্ম ও চেতনা পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোকচিত্র প্রদর্শনী। ‘আলোকচিত্রে বঙ্গবন্ধু’ শীর্ষক এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। ‘বঙ্গবন্ধু ও জাতীয় শোক দিবস’ শীর্ষক ওয়েবিনার হবে ৬ আগস্ট। প্রধান আলোচক থাকবেন বীরপ্রতীক লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) কাজী সাজ্জাদ আলী জহির। ৮ আগস্ট হবে ‘সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা’ শীর্ষক আলোচনাসভা। ১৫ আগস্ট দূতাবাস প্রাঙ্গণে জাতীয় শোক দিবস পালন করা হবে। এ উপলক্ষে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতির পিতার সংগ্রামমুখর জীবন, আদর্শ ও কর্মের ওপর আলোচনাসভা হবে। থাকবে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া ও মোনাজাত। রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, দূতাবাস প্রাঙ্গণে যে অনুষ্ঠান হবে, তাতে করোনার দুই ডোজ টিকা নেওয়া ব্যক্তিরা অংশগ্রহণ করতে পারবেন। বজায় থাকবে সামাজিক দূরত্বও।সাতদিনের সেরা