kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

শিমুলিয়া-বাংলাবাজারের দুই পাশেই যাত্রীর চাপ

মুন্সীগঞ্জ প্রতিনিধি ও শিবচর (মাদারীপুর) প্রতিনিধি   

৩১ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপদ্মার তীরবর্তী বাংলাবাজার-শিমুলিয়া নৌপথের দুই ঘাটেই গতকাল শুক্রবার ঢাকামুখী যাত্রীদের পাশাপাশি দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের চাপ দেখা গেছে। তবে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় স্রোতের কারণে ফেরি চলাচল ছিল সীমিত। লকডাউনের বিধি-নিষেধেও গাদাগাদি করে পদ্মা পাড়ি দিয়েছে যাত্রীরা।

খোঁজ নিয়ে দেখা গেছে, দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকমুখী যাত্রীরা দুই ও তিন চাকার গাড়িতে করে ঘাটে আসছে। এ ক্ষেত্রে তাদের দুই থেকে তিন গুণ বেশি ভাড়া দিতে হচ্ছে। আবার পদ্মা পার হয়েও কয়েক গুণ বেশি ভাড়ায় রাজধানীতের যেতে হবে। দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে।

ফরিদপুর থেকে আসা লিয়াকত হোসেন নামের এক ব্যক্তি জানান, তিনি ঢাকায় ফুটপাতে ফল বিক্রি করেন। ঈদের সময় বাড়ি গিয়েছিলেন, এখন ফিরছেন।

শিমুলিয়া ঘাটে বিআইডাব্লিউটিসির এজিএম মো. শফিকুল ইসলাম জানান, স্রোতে টিকতে না পারায় পাঁচটি ডাম্প ফেরি বন্ধ রয়েছে। এখন ছয়টি ফেরি চলছে।সাতদিনের সেরা