kalerkantho

বুধবার । ১১ কার্তিক ১৪২৮। ২৭ অক্টোবর ২০২১। ১৯ রবিউল আউয়াল ১৪৪৩

হোটেলে তরুণের লাশ

নিজস্ব প্রতিবেদক   

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেরাজধানীর ফকিরাপুলের নিউ মিতালী আবাসিক হোটেল থেকে রাকিব হাওলাদার (১৮) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

রাকিব পুরান ঢাকার ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। কিছুদিন আগে লকডাউনের কারণে তিনি চাকরি হারান। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।

আবাসিক হোটেলের রেজিস্ট্রার ও স্টাফরা জানান, গত সোমবার হোটেলে ওঠেন রাকিব। বুধবার সকালের পর থেকে তিনি বাইরে বের হননি। গতকাল সকালে হোটেল বয় তাঁর রুমে কোনো সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন।

রাকিবের বাবা হিমু মিয়া বলেন, ‘তাঁরা কেরানীগঞ্জে ভাড়া বাসায় থাকেন। প্রায় একমাস আগে রাকিব গ্রামের বাড়ি যায়। ঈদের দুই দিন পর সে ঢাকায় এলেও কোথায় ছিল তা স্বজনরা জানতেন না। দুই দিন আগে রাকিব তার মাকে ফোন দিয়ে মাফ চায়। পরে চেষ্টা করেও তাকে আর মোবাইল ফোনে পাওয়া যায়নি।’

মতিঝিল থানার এসআই মো. জহুরুল ইসলাম জানান, হোটেল রুমের দরজা ভেঙে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়। তাঁকে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে।