kalerkantho

রবিবার । ১১ আশ্বিন ১৪২৮। ২৬ সেপ্টেম্বর ২০২১। ১৮ সফর ১৪৪৩

করোনা উপসর্গে চবি শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

৩০ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকরোনাভাইরাসের উপসর্গ নিয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মাস্টার্সের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাঁর নাম তানজিদা মোরশেদ। তিনি ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।

চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। নগরীর হালিশহর বিহারি কবরস্থানে গতকাল তাঁকে দাফন করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। পরিবারের সঙ্গে তিনি হালিশহরে থাকতেন।

তানজিদার সহপাঠী মো. শওকত আলী জানান, ঈদের আগে থেকে জ্বর ও কাঁশি ছিল তাঁর। গত বুধবার বিকেলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে  আইসিইউতে পাঠানো হয় তাঁকে।সাতদিনের সেরা