kalerkantho

সোমবার । ২ কার্তিক ১৪২৮। ১৮ অক্টোবর ২০২১। ১০ রবিউল আউয়াল ১৪৪৩

সাঈদ খোকনের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক   

২৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ব্যাংক হিসাব চেয়েছে দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। গতকাল বুধবার এসংক্রান্ত চিঠি দেশের সব ব্যাংকে পাঠানো হয়। চিঠিতে তিন কার্যদিবসের মধ্যে তথ্য দিতে বলা হয়েছে। চিঠিতে সাঈদ খোকনের মা ও বাবার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে তাঁর বর্তমান ও স্থায়ী ঠিকানা দেওয়া হয়েছে। গত ২৮ জুন আদালতের নির্দেশে দুর্নীতি দমন কমিশন সাঈদ খোকনের ব্যাংক হিসাব জব্দ করেছিল। সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তাঁর মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব জব্দ করা হয়। এরপর এক সংবাদ সম্মেলনে সাঈদ খোকন অভিযোগ করেছিলেন, ডিএসসিসির বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন এ ধরনের কাজ করেছে।সাতদিনের সেরা