kalerkantho

সোমবার । ২ কার্তিক ১৪২৮। ১৮ অক্টোবর ২০২১। ১০ রবিউল আউয়াল ১৪৪৩

সংসদ সচিবালয়

সচিব হিসেবে যোগ দিয়েছেন আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক   

২৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকে এম আব্দুস সালাম গতকাল বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে যোগদান করেছেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গতকাল তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সংসদের গণসংযোগ শাখার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আব্দুস সালাম গত বছরের ২০ মে সচিব হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগ দিয়েছিলেন। তিনি ১৯৮৯ সালে প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে সিভিল সার্ভিসে যোগদান করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে যোগদানের আগে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবেও কাজ করেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ২৪ জুলাই শেষ হওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন সচিব হিসেবে তাঁকে পদায়ন করা হয়।সাতদিনের সেরা