kalerkantho

বুধবার । ২৩ অগ্রহায়ণ ১৪২৮। ৮ ডিসেম্বর ২০২১। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৩

সংক্ষিপ্ত

আগামী রবিবার ও বুধবার ব্যাংক বন্ধ

নিজস্ব প্রতিবেদক   

২৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকরোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সপ্তাহে রবিবার ও বুধবার এই দুই কর্মদিবস ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সপ্তাহের বাকি তিন কর্মদিবস সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার লেনদেনের সময় বাড়ানো হয়েছে। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এসংক্রান্ত সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় আগামী রবিবার ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর আনুষঙ্গিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে সরকারের কঠোরতম বিধি-নিষেধে ব্যাংকগুলোতে লেনদেন চলছে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। ১ জুলাই থেকে লকডাউন শুরু হলে শুক্রবার ও শনিবারের মতো ব্যাংক বন্ধ থাকে রবিবারও। তবে ঈদ উপলক্ষে লকডাউন আট দিনের জন্য শিথিল করলে রবিবার খোলে ব্যাংক। আর ঈদের ছুটি শেষে ২৩ জুলাই থেকে শুরু হওয়া লকডাউনে সপ্তাহের পাঁচ দিনই ব্যাংক খোলা থাকছে। তবে লকডাউনে সব কিছু বন্ধ থাকায় রাজধানীর ব্যাংক শাখাগুলোয় তেমন ভিড় দেখা যাচ্ছে না। এ কারণে আগামী সপ্তাহে দুই দিন ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।সাতদিনের সেরা