kalerkantho

বৃহস্পতিবার । ৮ আশ্বিন ১৪২৮। ২৩ সেপ্টেম্বর ২০২১। ১৫ সফর ১৪৪৩

অমর বাণী

২৯ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅভিনয় আবেগপ্রবণ হওয়া নয়; বরং আবেগকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে সক্ষম হওয়া।

কেট রিড

 

অভিনেতার শিল্পের মূলে রয়েছে সহানুভূতি।

মেরিল স্ট্রিপ

 

অভিনয় মানে বেঁচে থাকা, আমি শুধু এটুকুই করি।

মর্গান ফ্রিম্যান

 

সে-ই বড় অভিনেতা, যে মানুষকে সমানভাবে কাঁদাতে ও হাসাতে পারে।

দিলীপ কুমারসাতদিনের সেরা