kalerkantho

মঙ্গলবার । ১৫ অগ্রহায়ণ ১৪২৮। ৩০ নভেম্বর ২০২১। ২৪ রবিউস সানি ১৪৪৩

গাজীপুরে প্যারাসিটামল সংকট

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরে জ্বর, সর্দি-কাশির প্রকোপ মারাত্মক আকারে বৃদ্ধি পেয়েছে। গাজীপুর মহানগরীসহ অন্য থানাগুলোয় সমানভাবে এ অবস্থা দেখা গেছে। এ অবস্থায় জ্বরের চিকিৎসায় বহুল ব্যবহৃত প্যারাসিটামলসহ অন্যান্য ওষুধের সংকট দেখা দিয়েছে।

গত ২৪ ঘণ্টায় গাজীপুরে করোনায় আক্রান্ত হয়ে রেকর্ড সাতজনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত হয়েছে ২৫৭ জন। আক্রান্তের হার প্রায় ৬৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে কালীগঞ্জে ২৭, কালিয়াকৈরে ৩২, কাপাসিয়ায় ২৮, শ্রীপুরে ৩৯ এবং মহানগরী ও সদর উপজেলায় ১৩১ জন।

খোঁজ নিয়ে জানা গেছে, শ্বাসকষ্ট দেখা না দিলে কেউ-ই হাসপাতালমুখী হচ্ছে না। এতে সংক্রমণের হার বাড়ছে। ওষুধ সংকটের কারণে হাঁকা হচ্ছে দ্বিগুণ দাম। দেড়-দুই মাস ধরে এ অবস্থা চললেও তীব্র সংকট দেখা দিয়েছে গত ১৫-২০ দিন ধরে। গাজীপুর শহরের পৌর সুপার মার্কেটের হাবীব ড্রাগসের মালিক আহসান হাবীব জানান, প্যারাসিটামল জাতীয় ওষুধের সরবরাহ হঠাৎ করে কমে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। অর্ডার নিলেও ওষুধ সরবরাহ করতে পারছেন না কম্পানিগুলো।সাতদিনের সেরা