kalerkantho

সোমবার । ৯ কার্তিক ১৪২৮। ২৫ অক্টোবর ২০২১। ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

লঘুচাপ কাটলেও উপকূলে বৃষ্টি ঝরছেই

নিজস্ব প্রতিবেদক   

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলঘুচাপের প্রভাব কেটে যাওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই কমে এসেছে। তবে উপকূলীয় এলাকাগুলোতে গতকাল সোমবারও প্রবল বৃষ্টিপাত হয়েছে, তা আজও অব্যাহত থাকতে পারে। আর দেশের অন্যান্য স্থানে মাঝারি ধরনের ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সপ্তাহ শেষে আবারও বৃষ্টিপাত বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়ার সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ দেশটির রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

গতকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে।সাতদিনের সেরা