kalerkantho

বৃহস্পতিবার । ৫ কার্তিক ১৪২৮। ২১ অক্টোবর ২০২১। ১৩ রবিউল আউয়াল ১৪৪৩

টিভি নাটকে প্রতিবন্ধী শিশুদের নেতিবাচক উপস্থাপন

মহিলা পরিষদের নিন্দা

নিজস্ব প্রতিবেদক   

২৭ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘ঘটনা সত্য’ নামক একটি টিভি নাটকে প্রতিবন্ধী শিশুদের মা-বাবার পাপের কর্মফল হিসেবে উপস্থাপন করা হয়েছে। এ ধরনের নেতিবাচকভাবে উপস্থাপনের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ, তাঁদের পরিবার ও মা-বাবাকে মানসিকভাবে আঘাত করা হয় এবং মানুষের প্রতিবন্ধিতা সম্পর্কে এক ধরনের কুসংস্কার সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।

গত ঈদুল আজহা উপলক্ষে এ ধরনের নাটক প্রচার করায় গতকাল সোমবার বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের নাটক প্রচার এক শ্রেণির মানুষের জন্য শুধু মানহানিকরই নয়, বরং এর মাধ্যমে তাঁদের মানবাধিকার লঙ্ঘন হয়। এ ধরনের কুসংস্কার থেকে বের হয়ে আসার জন্য শিক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক প্রচার দরকার।

বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ ভবিষ্যতে এমন নাটক লেখা, তৈরি ও প্রচারের সময় সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানায়। গণমাধ্যম যাতে এ ধরনের কুসংস্কার ও অবৈজ্ঞানিক চিন্তা-ভাবনাকে উসকে দেওয়া থেকে বিরত থাকে সে বিষয়ে লক্ষ রাখার অনুরোধ জানায় সংগঠনটি।সাতদিনের সেরা